এবার ১৫ লাখ টাকা নিয়ে নেত্রকোনায় তাশরীফ
দেশজুড়ে মানুষজন ভয়াবহ বন্যায় জর্জরিত। অসহায়ত্বের মতো দিনযাপন করছেন। এই সময় অনেকটা সুপারহিরোর মতো বন্যাকবলিত মানুষের জন্য এগিয়ে আসেন এক তরুণ। প্রায় ২ কোটি টাকার মতো অর্থ সহায়তা নিয়ে আসেন তিনি।
হাস্যোজ্বল সেই তরুণ তাশরীফ খান। তিনি মূলত একজন সংগীতশিল্পী। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাললিস্ট তিনি। তবে এই পরিচয়ের বাইরেও মানবতার নায়ক তিনি।
সিলেটের পর সহায়তা নিয়ে তাশরীফ এবার বন্যাকবলিত আরেক জেলা নেত্রকোনায় ছুটে গিয়েছেন। এই জেলাতেও হাজারও মানুষ অসহায় জীবনযাপন করছেন।
এই ব্যাপারে ফেসবুক লাইভে তাশরীফ জানান, ১৫ লাখ টাকার সহায়তা নিয়ে নেত্রকোনার ৭টি উপজেলাতে তার দল কাজ করছে। সিলেটে থাকতেই আমি বলেছিলাম, নেত্রকোনা ও কুড়িগ্রামের বন্যার্ত মানুষকে সহযোগিতা করব। এ পর্যন্ত ২ কোটি টাকার বেশি অর্থ সহায়তা এসেছে। চাইলেই আমি সিলেট থেকে এখানে টাকা পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু এই টাকা মানুষের আমানত। মানুষ বিশ্বাস করে আমার কাছে দিয়েছেন। তাই একটু দেরি হলেও নিজেই এসেছি।
তিনি আরও জানান, তারা নেত্রকোনার সাতটি উপজেলায় ১৫০০ প্যাকেট খাবার বিতরণ করছেন। এতে ব্যয় হচ্ছে ১৫ লাখ টাকা। আলাদাভাবে তাশরীফ স্কোয়াড-এর সাতটি টিম এই কাজ পরিচালনা করছে।
এদিকে সহায়তা শেষে রোববার (৩ জুলাই) রাতেই আবার ঢাকায় ফিরে আসবেন বলে সেই লাইভে জানিয়েছিলেন তাশরীফ। এরপর ছুটে যাবেন কুড়িগ্রামে।