১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬

ফেসবুকে ‘মৃত’ জায়েদ খান

জায়েদ খানের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে ‘রিমেম্বারিং’ লেখাটি ভেসে উঠছে!   © সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে টক অব দ্য কান্ট্রি চিত্রনায়ক জায়েদ খান। ১৩ ভোটে পাস করার পরও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে তাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। বর্তমানে আইনি লড়াই চলছে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হঠাৎ জায়েদ খানের অফিসিয়াল ফেসবুক আইডি রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয় ।

আরও পড়ুন: মুসকানকে ঘিরে ভুয়া তথ্যের প্রচারণা

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

জায়েদ খানের অফিসিয়াল আইডিতে আড়াই লাখের বেশি ফলোয়ার রয়েছে। তার নিয়মিত আপডেট এই প্রোফাইলের মাধ্যমেই অনুরাগীদের জানাতেন নায়ক। এর আগেও জায়েদ খানের ওপর বহুবার সাইবার অ্যাটাক হয়েছে। বর্তমানে আইডি নায়কের নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা জানা যায়নি।