অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক

ডানে সভাপতি নাসিম, বামে সম্পাদক রওনক
ডানে সভাপতি নাসিম, বামে সম্পাদক রওনক  © টিডিসি ফটো

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান। গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন নাসিম। সভাপতি পদে ৪৯৬ ভোট পেয়েছেন নাসিম এবং সাধারণ সম্পাদক পদে ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রওনক হাসান। শুক্রবার রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।

আরও পড়ুন: শিল্পী সমিতির নেতৃত্বে কাঞ্চন-জায়েদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটের সময় বাড়িয়ে সাড়ে ৭টা পর্যন্ত করা হয়। দুই ঘণ্টা বিরতি দিয়ে রাত ৯টায় শুরু হয় ভোট গণনা। রাত সোয়া ১০টায় ফলাফল ঘোষণা করেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

অভিনয়শিল্পী সংঘের এবারের নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও সভাপতি পদের জন্য প্রার্থী ছিলেন দুজন। তারা হলেন- আহসান হাবিব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন নিপু। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বিজয়ী প্রার্থী রওনক হাসান (এম এস কামরুল হাসান) ও আলমগীর কবীর (কবীর টুটুল)।

বিজয়ী তিন সহসভাপতি হলেন- আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক দুটি পদে বিজয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকি ও মো. জামিল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাজু খাদেম। এছাড়া অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আজম, দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুনুর রহমান (অপু), আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: পরিবারের সব সদস্যকে হত্যা করল পাবজিতে আসক্ত কিশোর

অপরদিকে কার্যনির্বাহী সদস্য পদে সাত বিজয়ী হলেন- হাফিজুর রহমান (হিমে হাফিজ), সূচনা শিকদার, আইনূন পুতুল, শামস সুমন, আশরাফুল আলম খান (আশরাফুল আশীষ), তানভীর মাসুদ ও মাজনুন মিজান।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। নির্বাহী কমিটির এর আগে দুই বছর মেয়াদ থাকলেও এবারের বিজয়ীরা তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ সংবাদ