কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ১ম মৃত্যুবার্ষিকী আজ
ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ৩ জানুয়ারি তিনি পরলোকগমন করেন।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
ছোটগল্প দিয়ে লেখালেখি শুরু করলেও তিনি ঔপন্যাসিক হিসেবে বেশি পরিচিতি পান। তিনি প্রথম উপন্যাস মধুমতী (১৯৬৩) দিয়ে পাঠকদের কাছে প্রিয় হয়ে ওঠেন। এরপর তার রচিত পঞ্চাশটিরও অধিক উপন্যাস প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: আবর্জনার বিনিময়ে মিলবে বই পড়ার সুযোগ
তিনি উপন্যাস ছাড়াও ছোটগল্প, ভ্রমণকাহিনি, কিশোর উপন্যাস আর স্মৃতিকথাও লিখেছেন। ৪ খণ্ডে সংকলিত তার ৪ শটিরও বেশি ছোটগল্প রয়েছে। এছাড়া তার লেখা বহু সিনেমা ও নাটক থেকে নির্মাণ করা হয়েছে।
সাহিত্য রচনার পাশাপাশি তিনি দীর্ঘদিন শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: বরেণ্য কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন আজ
এদিকে, রাবেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে। বাবার নাম মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মা হামিদা খাতুন। তার স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্রবিষয়ক প্রথম পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও চিত্রপরিচালক। তাদের চার সন্তান ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।