ভারতের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন মমতাজ

ডিগ্রি গ্রহণ করছেন মমতাজ
ডিগ্রি গ্রহণ করছেন মমতাজ  © সংগৃহীত

গান গেয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম। শনিবার (১০ এপ্রিল) ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি তাকে এ সম্মাননা দিয়েছে।

সম্মাননা দিয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখ করেছে, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ।

যে কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শনিবার ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত এ শিল্পী প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে ডিগ্রি গ্রহণ করছেন মমতাজ। আজ সোমবার (১২ এপ্রিল) দেশে ফিরে তিনি বলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই প্রাপ্তি কাজ করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে।


সর্বশেষ সংবাদ