নারী নির্মাতাদের ছবি নিয়ে ঢাকায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন কাল

  © ফাইল ফটো

মুজিব শতবর্ষ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্মাতাদের নির্মিত ছবি নিয়ে  চলচ্চিত্র উৎসব করতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট ও জয়িতা ফাউন্ডেশন। আগামীকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন ও এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


সর্বশেষ সংবাদ