সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:২৭ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২০, ০৮:৩৩ AM
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী যাকের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, যাকের ভাই গত কয়েকদিন ধরেই বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ৪ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের ভুগছেন এই বর্ষীয়ান অভিনেতা। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে তার।
অনেক দিন ধরেই আলী জাকেরের শরীর খারাপ যাচ্ছে বলে জানান তার স্ত্রী সারা জাকের। গত ১৮ নভেম্বর গণমাধ্যমকে তিনি বলেন, আলী জাকের করোনায় আক্রান্ত নন। তবে ক্যান্সার তার অবস্থার অবনতি ঘটেছে। যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রসঙ্গত, পরিবারের সদস্যদের নিয়ে গত ৬ নভেম্বর বাসাতেই ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেছেন আলী যাকের। তবে সেই দিনটিই তার পরিবারের সাথে পালন করা শেষ জন্মদিন।