বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অভিনেত্রী নাদিয়া
বছরের প্রথম দিনেই ভক্তদের এক দারুণ সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানালেন, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।
নাদিয়া সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি দেন। তাদের কোলজুড়ে আসা ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।
কৃতজ্ঞতা প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে যেন ভরিয়ে দেন আল্লাহ। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।’
অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বছর কয়েক পরেই তাদের সংসারে নতুন এই অতিথির আগমন ঘটলো।
২০০৮ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নাদিয়া গত দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে অত্যন্ত জনপ্রিয়। ছোট পর্দার পাশাপাশি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এর মতো চলচ্চিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।