কোন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট সম্মান পেলেন কিং খান?
বলিউডের বাদশা শাহরুখ খানের মুকুটে আরও একটি সম্মাননীয় ডক্টরেট জুড়ল। শাহরুখকে ডক্টরেট সম্মান প্রদান করলেন লন্ডনের আইন বিশ্ববিদ্যালয়। নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এই খবরটি সকলকে জানিয়েছেন। ওই বিশেষ অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে ৫৩ বছর বয়সী সুপারস্টার লিখেছেন, ‘এই সম্মানের জন্য আইন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ এবং স্নাতক শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা। এই সম্মান আমার মীর ফাউন্ডেশনে আমাদের দলকে আরও উৎসাহিত করবে।’
শাহরুখ খানের মীর ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা যা বিভিন্ন প্রকল্প এবং এনজিওর সহযোগিতার মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। মীর ফাউন্ডেশন অ্যাসিড আক্রমণে ভুক্তভোগীদের জন্যও কাজ করে।
শাহরুখ খান তার বক্তব্যে বলেন, ‘আমি বিশ্বাস করি যে দাতব্য সবসময়ই নীরবে করা উচিত এবং মর্যাদার সাথে করা উচিত। দাতব্য সম্পর্কে ফলাও করে জাহির করলে এটি তার উদ্দেশ্য হারায়। আমি সমাজে আমার অবস্থান ব্যবহার করে তেমনই কিছু ভালো কাজ করতে চাই, করিও।’
অতীতে, শাহরুখ খান পোলিও সচেতনতা প্রচারাভিযান এবং জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার সাথেও কাজ করেছেন। তিনি মেক-আ-উইশ ফাউন্ডেশনের সাথেও যুক্ত ছিলেন, এটি একটি এমন এনজিও যা বাচ্চাদের উন্নতির জন্য উত্সর্গীকৃত। শাহরুখ ক্যান্সার রোগীদের সহায়তা জন্যও কাজ করেন।
শাহরুখ আরও বলেন, ‘আমি নারীর ক্ষমতায়ন, মৌলিক মানবাধিকার ও দরিদ্রদের পুনর্বাসনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, এই পৃথিবী আমাকে যা দিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আমি এই সম্মানিত ডক্টরেট পেয়ে ধন্য, আমাকে নির্বাচিত করার জন্য সকলকেই ধন্যবাদ।’
এছাড়াও শাহরুখ খান মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এবং বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডক্টরেট অর্জন করেছেন। জিরোতে শেষবার দেখা গিয়েছে তাকে, আগামীতে মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে দেখা যাবে তাকে।
সূত্র: এনডিটিভি বাংলা