০২ মে ২০২৫, ০৮:২১

‘এ কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’- কনসার্টে সনু নিগম

  © সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম সম্প্রতি একটি কনসার্টে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। ব্যাঙ্গালোরের একটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। তখনই দর্শকাসন থেকে এক ছাত্র হঠাৎ চিৎকার করে কন্নড় ভাষায় গান গাওয়ার দাবি জানান।

সনুর দাবি, ছাত্রটির আচরণ ছিল রূঢ় এবং হুমকির মতো। এতে ক্ষুব্ধ হয়ে সনু গান থামিয়ে মঞ্চেই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ক্যারিয়ারের শুরু থেকে বহু ভাষায় গান গেয়েছি, যার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি কর্নাটকে প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু এই ধরনের অসহিষ্ণুতা মেনে নেওয়া যায় না। আমি ওই ছেলেটির জন্মের আগেই কন্নড় গান গাইছি।”

এরপর তিনি বলেন, “এই ধরনের মনোভাব থেকেই পহেলগামের মতো হামলা ঘটে। দয়া করে সহনশীল হোন, পাশের মানুষের প্রতি সম্মান দেখান।”

সনু আরও জানান, হাজার হাজার শো-তে অংশ নিয়েছেন তিনি, বিশ্বের নানা ভাষাভাষী অনুরাগীর ভালোবাসা পেয়েছেন। তাই ভাষা নিয়ে এমন হিংস্রতা মেনে নেওয়া যায় না। এরপর তিনি কন্নড় ভাষায় একটি লাইন গেয়েও শ্রোতাদের সম্মান জানান।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, অনেকেই সনুর পক্ষে রুখে দাঁড়িয়েছেন।