তানিয়া বৃষ্টি ও শামীম হাসানের বিয়ের ছবি ভাইরাল, যা জানা গেল

তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার
তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার  © সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম-তানিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে বর-কনে বেশে দেখা যায় তাদের। ছবির ক্যাপশন দেখে অনেকে বিভ্রান্ত হয়ে বিয়ের শুভেচ্ছা জানাতে থাকেন।

এসময় গুঞ্জন উঠে, শামীম ও তানিয়ার মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং তারা বিয়ে করেছেন। তবে বিভ্রান্তি কাটাতে শামীম নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটি আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি।’

এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর-কনে বেশে ছবি দিয়েছিলেন শামীম। সে সময় বিভ্রান্ত হয়েছিলেন নেটাগরিকেরা। শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার। এখন নাকি শুধু পর্দায় না, আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া। 

এদিকে তানিয়া-শামিমের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন; তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে!

আদতে এটি তানিয়া-শামিমের বিয়ের ছবি নয়, একটি নাটকের শুটিংয়ের চিত্র। তাই যারা ভুল বুঝেছেন, তাদের জন্য মন্তব্যঘরে একটি বার্তাও দেন শামিম। অভিনেতা লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!’ সেই মন্তব্য ঘরে এক নেটিজেনের মন্তব্য, ‘আগেও বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি’।

প্রসঙ্গত, অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেম গুঞ্জন তুঙ্গে, তখন বিষয়টি যেন এড়িয়েই গিয়েছিলেন তারা। কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই, এটিই বোঝাতে চেয়েছিলেন বারবার। এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে- অভিনেতা শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া।


সর্বশেষ সংবাদ