অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন তামিম মৃধা
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার। এবার অভিনয় ছেড়ে দিয়ে ‘ইসলামের ছায়াতলে’ আসার বিষয়ে মুখ খুলেছেন তামিম।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম জানান, তিনি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন। যেখানে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন।
অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তিনি বলেন, ‘লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টা সেরকম না।’
এদিকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তামিমের বড় ভাই সাকিব এম তালহা তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’
এ প্রসঙ্গে তামিম মৃধা বলেন, সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। এটা তার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তামিম আরও বলেন, ‘আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন।’