তাহসানের স্ত্রী কে এই রোজা?
পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এ সুখবরটি শুনে বেশ চমকিত হয়েছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা। এই মুহূর্তে তাহসানের নতুন জীবনসঙ্গিনীকে নিয়ে চর্চা তুঙ্গে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জনপ্রিয় এই গায়ক নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনও অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে।
তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপ এর কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে।
তার ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ অনুসারীর সংখ্যা নয় লক্ষের ওপরে।
তার ফেসবুক পেইজ ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও বেড়াতে গেছেন দেশে থাকতে।
শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।
উল্লেখ্য, তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান।
এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সে সংসারও ভাঙুনি ভাঙুনি অবস্থা।