২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪

জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে বছর

‘নকশী কাঁথার জমিন’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি  © সংগৃহীত

চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। বছর শেষও হচ্ছে তারই সিনেমা দিয়ে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই গুণী অভিনেত্রীর ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান।

নির্মাতা আকরাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সিনেমায় প্রান্তিক নারীর কণ্ঠস্বর খুব একটা উঠে আসে না। আমরা সাধারণত পুরুষদের বীরত্বের গল্পই জানি। সারা পৃথিবীতে যেখানেই যুদ্ধ চলছে, সেখানেই নারীদের সংগ্রাম ও লড়াই রয়েছে। কিন্তু নারীরা স্বীকৃতি পায় না। যাদের কণ্ঠ আমরা শুনতে পাই না, তাদের কথা তুলে ধরার প্রতি আমার আলাদা একটা আগ্রহ রয়েছে। তিনি বলেন, আমি মনে করি, কোনো না কোনোভাবে চলচ্চিত্রে নারীদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি। সারা পৃথিবীর যুদ্ধের প্রতিবিম্ব এই গল্পের মধ্যে আছে। এ কারণে এটা করার আগ্রহ থেকেই নির্মাণ করেছি ছবিটি।'

সিনেমার গল্প নিয়ে পরিচালক বলেন, 'মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন।'

সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের এ সিনেমাটি বিজয়ের মাসে দর্শকদের দেখানো উচিত বলে মনে হয়েছে আমাদের। তাই এটি আজ মুক্তি দেওয়া হচ্ছে। নকশী কাঁথার জমিন কোনো গল্প না এটি একটি দৃশ্যকাব্য। এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে সবাইকে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে।’ 

সিনেমায় দুই বোনের চরিত্রে দেখা যাবে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতিকে। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

উল্লেখ্য, ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, চট্টগ্রামের বলি আর্কেড শাখা আর কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।