২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১১

শাহরুখকন্যা সুহানার প্রেম কি ভেঙে গেল?

সুহানা খান  © সংগৃহীত

ভারতে স্টারকিডদের নিয়ে যেন আলোচনার শেষ নেই। আর যদি হয় বলিউড স্টার, তবে তো কথাই নেই। এখন আলোচনায় স্টারকিড সুহানা খান। ভারতের একাধিক মিডিয়ার খবর, প্রেম ভেঙে গেছে শাহরুখকন্যার।

শাহরুখ খান কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম অনেক দিন ধরেই। অনেকেই ভেবে নিয়েছিলেন বচ্চন আর খানরা বুঝি বা পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন, সুহানা ও অগস্ত্যকে দিয়ে। তবে বড়দিনে সবাইকে হতাশ করলেন তারা। জানা গেছে, আলোচিত এই লাভ বার্ডসরা আলাদা হয়ে ক্রিসমাস সেলিব্রেশন করলেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, এবার সুহানা ও অগস্ত্য সবাইকে অবাক করে দুজনে দু জায়গাতে পার্টি করেন। বলিউড তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে ভাবনা পান্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খাট্টরের মতো তারকারা একত্রিত হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। আর অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে। 

পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে তাদের প্রেম ভাঙার জল্পনা। এর পেছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন কয়দিন আগে সালমান খানের বাড়ির একট পার্টিতেও আলাদা আলাদা আসেন এই দুই স্টারকিড। সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। সে থেকে জল্পনা, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি তা ভাঙতে যাচ্ছে? 

‘দ্য আর্চিস’ ছবি দিয়ে সুহানার সঙ্গে আত্মপ্রকাশ করেন অগস্ত্যও। শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু হয়েছিল।