২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

যে কারণে জনপ্রিয়তা পাচ্ছে সৌদির নারী ব্যান্ড ‘সিরা’

সিরা ব্যান্ডদলের সদস্যরা  © সংগৃহীত

কঠোর ধর্মীয় বিধিনিষেধ থাকা সত্ত্বেও সৌদি আরবে ঝড় তুলছে নারী রক ব্যান্ড 'সিরা'। পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়ে যাত্রা শুরু এই নারী ব্যান্ড দলের। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে রিয়াদে সিরার যাত্রা শুরু। প্রাথমিক পর্যায়ে গ্যারেজে হতো তাদের পারফর্ম। তারপর জনসম্মুখে পরিবেশনা শুরু হয় তাদের।

আরবে সিরা শব্দের অর্থ হল ‘জীবন’ বা ‘জীবনী’। নিজেদের জীবনের ছোটবড় মুহূর্তগুলিই গানের মাধ্যমে প্রকাশ করে চলেছে ‘সিরা’ ব্যান্ডের সদস্যরা। সঙ্গে রয়েছে নিজেদের সংস্কৃতি আর আধুনিকতার মিশেল। সদস্যদের হাবভাবে আধুনিকতার ছোঁয়া থাকলেও নিজেদের সংস্কৃতির বিষয়ে তারা যথেষ্ট সচেতন।

গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। জনসম্মুখে আসার সুযোগ হতেই তারকা বনে গেছেন সিরার সদস্যরা। অসাধারণ লিরিক্স আর রক-আরব ফিউশনের কারণে জনপ্রিয়তা পাচ্ছে সিরার গানগুলো। 

ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, ‘রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরণ আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না।’ 

তিনি আরও বলেন, 'সৌদি নারীরা নিজেদের উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক।’

ব্যান্ডটির বেজ সিঙ্গার মেস বলেন, 'সৌদি আরবে পারফর্ম করার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। এখানকার মানুষরা অতি উৎসাহী। যেন ওরা বিশ্বাসই করতে পারে না এভাবে গান করা সম্ভব।'

আরবের ঐতিহ্যবাহী নিকাব পরেই ড্রাম বাজান থিং। তিনি বলেন, 'সৌদি আরবের প্রত্যেক নারী যাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে তাদের বলতে চাই, এই গভীর আসক্তিকে হারাতে দিও না। গানের বিভিন্ন ধরণ আছে। অবশ্যই কিছু না কিছু করতে পারবে।

প্রসঙ্গত, ভিশন ২০৩০ সংস্কার পরিকল্পনার মাধ্যমে সৌদির শাসন ব্যবস্থায় এসেছে পরিবর্তন। বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। এরই ধারাবাহিকতায় জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে 'সিরা'।