'ছেলের চরিত্রে অভিনয় করতে পারি', বয়স নিয়ে কারিনাকে খোঁচা
বলিউডের তারকা অভিনেত্রী কারিনা কাপুরকে নিয়ে পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ-এর একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক । কারিনা ভক্তরা সোশ্যাল মিডিয়ায় খাকানের বিরুদ্ধে নানা কটাক্ষ ছুড়েছেন।
সম্প্রতি পাকিস্তানের এক টিভি শোতে অংশ নিয়েছিলেন খাকান শাহনওয়াজ। সেই শোতে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন যে তিনি কারিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক।
উত্তরে পাকিস্তানি এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে বয়সে অনেকটাই বড়। তাই তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’
এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে নিয়ে শুরু হয় তীব্র কটাক্ষ। করিনার অনুরাগীদের দাবি, খাকান অভিনেত্রীকে অপমান করেছেন। এক অনুরাগীর কথায়, ‘‘কোনও অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’
অন্য একজন লেখেন, ‘খাকান কে! তিনি কোন যুক্তিতে করিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!’
আরেকজন লিখেছেন, 'আপনি তার ড্রাইভারের ভূমিকা পালন করতে পারেন।'
প্রসঙ্গত, খাকানের চেয়ে ১৭ বছরের বড় কারিনা কাপুর। খাকানের বর্তমান বয়স ২৭ আর কারিনা কাপুরের বর্তমান বয়স ৪৪।
উল্লেখ্য, খাকান একজন মডেল ও অভিনেতা। অভিনেত্রী মাহিরা খান প্রযোজিত 'বারওয়া খিলাড়ি' ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এর পাশাপাশি, বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন খাকান।