২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৩

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান

বেবী নাজনীন ও জয়া আহসান  © সংগৃহীত

সংগীত ও চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ‘সিজেএফবি’ বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হচ্ছেন ব্লাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জানা গেছে, এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে প্রথিতযশা সাংবাদিক ও সঞ্চালক শফিক রেহমানকে।

প্রসঙ্গত, ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র, সাংবাদিকতা ও টেলিভিশন মিডিয়ায় সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানে। 

উল্লেখ্য, ১৯৯৯ সালে দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে গঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তাদের এই পুরস্কার প্রদান কার্যক্রম ধরে রেখেছে।