২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫২

ভারত ছাড়ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি, কেন?

ভারত ছাড়ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি, কেন?
তারকা দম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মা  © সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। পেশাজীবনে তারা যেমন সুপ্রতিষ্ঠিত, ব্যক্তিজীবনেও তেমন বেশ সুখী। দুই সন্তান ভামিকা এবং আকয় কে নিয়ে তাদের সুখী পরিবার। তবে বিরুষ্কা দম্পতি সপরিবারেই পাড়ি জমাতে পারেন বিদেশে। তাও অস্থায়ী নয়, পাকাপোক্তভাবেই থেকে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন। সুদূর ব্রিটেনেই নাকি সন্তানদের বড় করার পছন্দের জায়গা বিরুষ্কার। এ বিষয়ে ইতোমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, কোহলি-আনুশকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিরাটের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি।

রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।

হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাব তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।

তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বিরাট বা আনুশকা। তারা এখন নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। যদিও আনুশকা বেশ লম্বা বিরতি নিয়েছেন অভিনয় থেকে। ছোট্ট ছেলে ও মেয়েকে সময় দিচ্ছেন তিনি।