১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১০

সুপারস্টার আল্লু অর্জুন কেন গ্রেপ্তার হলেন, কী ঘটেছিল সেদিন?

আল্লু অর্জুন  © সংগৃহীত

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদের চিক্কড়পল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়। জানা গেছে, সেখানে আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। আল্লু অর্জুন কেন গ্রেপ্তার হলেন, কী ঘটেছিল সেদিন তা নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।

পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব 'পুষ্পা ২: দ্য রুল' মুক্তি পায় বৃহস্পতিবার। তার আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী। আর তখন সেখানে হঠাৎই হাজির হন আল্লু অর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী। অভিযোগ দায়ের করা হয়েছিল নায়ক আল্লু অর্জুনের নামে। সেই ঘটনার ৮ দিন পর গ্রেফতার হলেন অভিনেতা।

হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেছেন, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

কী ঘটেছিল সেখানে
ঘটনা ৪ ডিসেম্বর রাতের। সেদিন হায়দরাবাদে সন্ধ্যা সিনেমা হলে ঘটে হতাহতের ঘটনা। সেদিন ওই সিনেমা হলে প্রিমিয়ারে অনুরাগীদের উপচেপড়া ভিড় ছিল। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে পৌঁছান দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমন পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী নারী রেবতীর। তার ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আল্লু অর্জুন তার ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা ২’-এর নায়িকা রাশমিকা মান্দানা রেবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতীর পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য দেবে বলে জানিয়েছিলেন। রেবতীর মৃত্যুর আট দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে আল্লুকে।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। গত তিন বছরে আল্লু অর্জুনের অনুরাগীরা অপেক্ষা করেছেন ছবির সিক্যুয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।