০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮

এবার কি তবে ‘বিগবসে’ যাচ্ছেন পরীমনি

পরীমনি  © সংগৃহীত

ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। তার ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তিনি নিজেও অনুরাগীদের থেকে নিজেকে তেমন আড়াল করেন না। সামাজিক মাধ্যমে  ভক্তদের সাথে নানান অনুভূতির কথা ভাগাভাগি করে নিতে পছন্দ করেন। এবার 'বিগবসে' যাওয়ার আভাস দিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বিগবসে যাই গা নাকি?’ 

তবে, তিনি আসলেই বিগবসে যাচ্ছেন কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় নি। । তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত, অনুরাগী এবং নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। 

কমেন্টে মাইশা ইসলাম নামে এক ভক্ত  লিখেছেন,'আপু তুমি সবই পারবা।'

প্রসঙ্গত, ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি টিভি শো হলো 'বিগবস'। এটি সেলিব্রিটি ও সাধারণ মানুষদের নিয়ে পরিচালিত হয়। এই শো তে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা, মতবিরোধ, সম্পর্ক, এবং আচরণ দেখানো হয়।