০৭ ডিসেম্বর ২০২৪, ০০:১৬

বিয়ে করছি না, প্রেম-ভালোবাসায় বিশ্বাস নেই: অহনা

অহনা

আর অভিনয় জীবনে থাকতে চাইছেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে এও জানিয়েছেন, বিয়ে করার কোনো ইচ্ছা নেই তার।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা বলেন, ২০২৫ সাল থেকে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবো। এরপর একটা সময় পুরোপুরিই বন্ধ করে দেবো শোবিজ অঙ্গনের কাজ।
 
অহনা আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেক দিন ধরে কাজ করেছি। এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।
 
অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ যেমন প্রিয় তারকার অবসরের যাওয়ার খবরে মন খারাপ করছেন কেউ আবার মজা করে মন্তব্যের ঘরে লিখছেন, বিয়ে করে সন্তান নেয়ার পরিকল্পনা থাকায় মিডিয়া থেকে বিদায় নিতে চাইছেন অহনা।
 
নেটিজেনদের এমন মন্তব্যে সংবাদমাধ্যমে অহনা বলেন, না, বিয়ে করছি না। প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না। তাই বিয়ে নিয়েও ভাবি না। একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি প্রেমে ছেঁকা খেয়ে কষ্ট পেয়েছি, তারপর থেকে আর চাপ দেয় না।
 
প্রসঙ্গত, অহনা রহমান ২০০৭ সালে ক্যারিয়ার হিসেবে অভিনয় জীবন শুরু করেন। এরপর বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছেন এ অভিনেত্রী।