ভালো নেই ‘স্যাক্রিফাইস’ খ্যাত শিল্পী এলটন জন, হারিয়েছেন দৃষ্টিশক্তি
‘স্যাক্রিফাইস’ খ্যাত জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন। গান দিয়ে এখনও ভক্তদের মাতিয়ে রাখেন। তবে ভালো নেই এলটন। দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বের সঙ্গে লড়াই করছেন গ্র্যামি ও অস্কারজয়ী এই শিল্পী।
রবিবার (১ ডিসেম্বর) লন্ডনের একটি লাইভ শোতে এসে নিজের অন্ধত্ব নিয়ে মুখ খুলেছেন এলটন। জানালেন, সংক্রমণের কারণেই এই অন্ধত্ব তার। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্যা মিউজিকাল প্রিমিয়ারের পরে একটি আবেগঘন বক্তৃতায় এই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান তিনি। তবে তার এই কঠিন সময়ে সঙ্গীকে পাশে পেয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন ৭৭ বছর বয়সী এই গায়ক।
শ্রোতাদের উদ্দেশ্যে এলটন বলেন, ‘আপনারা অনেকেই হয়ত জানেন অনেকদিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি আমার নিজের পারফরম্যান্স দেখতে পারিনি ঠিকই, কিন্তু উপভোগ করেছি।’
জন আরও বলেন, ‘আমার সঙ্গী ডেভিড ফার্নিশ আমার পাশে সব সময় ছিলেন। সব সময় আমাকে মানসিকভাবে সাহায্য করেছেন। একটি গুরুতর সংক্রমণের ফলে আমার চোখের দৃষ্টি এখন একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই পড়তে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না।’
জন জানিয়েছেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনি চিকিৎসার অধীনে রয়েছে। অনেক ধৈর্য এবং সময় লাগবে আবার আগের জায়গায় ফিরে যেতে। তবে নিজের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে তিনি যে ভীষণ আশাবাদী, তাও জানিয়েছেন জন।
‘ক্যান্ডল ইন দ্য উইন্ড’, ‘ক্রোকোডাইল রক’, ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড’ ইত্যাদি গান এলটন জনকে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি ও ভালোবাসা। জনের অগণিত ভক্ত-অনুরাগীরা শিল্পীর দ্রুতই তার আরোগ্য কামনা করেন।