সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ, টিএসসিতে সঞ্জীবসন্ধ্যার আয়োজন

সঞ্জীব চৌধুরী
সঞ্জীব চৌধুরী  © সংগৃহীত

খ্যাতনামা সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে ‘সঞ্জীবসন্ধ্যা’র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন। 

২০০৭ সালের আজকের দিনে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না-ফেরার দেশে। ‘তোমাকেই বলে দেব’ শিল্পীর জন্ম ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর, হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছিলেন। আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন তিনি।

আয়োজকেরা জানান, ‘সঞ্জীবসন্ধ্যায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমাদের মধ্যে গান গাইবেন তার সহযোদ্ধারা, যারা যুদ্ধ করে যান যুগে যুগে, যারা ঘুরে ঘুরে তাদের স্বপ্নের কথা জানাতে চান।’

সন্ধ্যার এই আয়োজনে থাকবেন অনিন্দ্য বিশ্বাস, ক্রানুপ্রু মার্মা লোটাস, তাসনিম ইজাজ, অং অং, সায়েম জয়, তুহিন কান্তি দাস, ব্লাইন্ডস্পট, আজওয়াড, লানজু, শান্তনু ও অমি, সূর্য পলাশ, শাহনেওয়াজ তুষার, তথাপি আজাদ, সৈকত আমীন, সোহেল রায়হান, মুইজ মাহফুজ, মারুফ মৃন্ময়, জয়ন্ত পাল জয় ও ইমরান হোসাইন এবং সাংস্কৃতিক ইউনিয়ন পারফরম্যান্স টিম।

ছাত্রজীবনে ‘শঙ্খচিল’ নামে একটি গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে একত্রিত হয়ে গঠন করেন ভিন্নধর্মী ব্যান্ড ‘দলছুট’। ‘দলছুট’ ব্যান্ডের এই প্রতিষ্ঠাতা ও সদস্য ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছিলেন সক্রিয়। স্বপ্নবাজি নামে একটি একক অ্যালবাম মুক্তি পায় তার।

‘দলছুট’ ব্যান্ডের এই প্রতিষ্ঠাতা ও সদস্য ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছিলেন সক্রিয়। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘রঙ্গিলা’, ‘সমুদ্রসন্তান’, ‘জোছনাবিহার’, ‘তোমার ভাঁজ খোলো’, ‘চাঁদের জন্য গান’, ‘স্বপ্নবাজি’ সহ তার গাওয়া অনেক গান আজও শ্রোতাপ্রিয়। ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গানগুলো গেয়ে বাংলা লোকগানকে তিনি নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন।


সর্বশেষ সংবাদ