১৬ নভেম্বর ২০২৪, ২০:৫০

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে মুখ খুললেন শ্যালিকা রাইসা

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে মুখ খুললেন শ্যালিকা রাইসা

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় ‘আত্মগোপনে’ আছেন এই তারকা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তৌহিদ। তবে তার বিয়ের পাত্রী নিয়ে তথ্য নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। বিয়ে নিয়ে তথ্য বিভ্রাটের কারণে এবার মুখ খুলেছেন আফ্রিদির শ্যালিকা রাইসা।

কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার বলছে, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা।

এ বিষয়ে টিকটকার রাইসা জানান, তিনি ও রামিসা যমজ। গত বছর তার বিয়ে হয়ে গেছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রামিসার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরো জানানো হয়- দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রাইসাকে। যেসব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব করা হয়েছে, সেসবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন রাইসা।

বিয়ে প্রসঙ্গে রাইসা বলেন, পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে আফ্রিদি জানান, ‘আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’

প্রসঙ্গত, আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে।