ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট: বেবী নাজনীন
আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। রবিবার (১০ নভেম্বর) সকালে বিমানবন্দরে নেমে গণমাধ্যমকর্মী ও বিএনপির কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন জনপ্রিয় এই শিল্পী। এ সময় তাদের কারও হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি বেবী নাজনীন। তিনি বলেন, ‘ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট। আমি রাজনীতির সঙ্গেই আছি, মিডিয়াকর্মী হিসেবে আছি।’
ইমিগ্রেশন সম্পন্ন করার পর সংবাদমাধ্যম ও বিএনপির কর্মীরা ঘিরে ধরলে তাদের উদ্দেশে বেবী নাজনীন বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্র-জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত ভাই-বোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে।
আরও পড়ুন: দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন
গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে বেবী নাজনীন বলেন, আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র-জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সাবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা বেবী নাজনীন শিল্পী বলেন, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি।
আরও পড়ুন: অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই
উপস্থিত সাংবাদিকেরা তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেবী নাজনীন বলেন, আমি রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। কেবল দেশে ফিরেছি। আমার পরিকল্পনার কথা আপনাদের জানাব।