সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সাবিলা নূরের বার্তা

সাবিলা নূর
সাবিলা নূর  © সংগৃহীত

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শোবিজ তারকারাও।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষসহ দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।’

তার পোস্টার কমেন্ট পোস্টে সাইমা নামের একজন লিখেছেন, ‘দেশের সম্পদ কারা রক্ষা করবে যে যেখানে যা পাচ্ছে তাই তো নিয়ে যাচ্ছে। দেশটা আর দেশ রইবেনা সন্ত্রাসীর দেশ হয়ে যাবে।’

অমিত নামের একজন লিখেছেন, ‘মন্দিরে হামলা হলে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। ওরা করেছে, আমরা নই।‌ ভাই হামলা যে করুক, সর্বনাশ সনাতনীদের হবে‌। যদি সত্যি দেশ স্বাধীন হয়ে থাকে, সেটা আপনার আমার সকলের। তাই আমাদের নিরাপত্তার ভারও আপনাদের।’

মো. জুলকার নাইম লিখেছেন, ‘ইনশাআল্লাহ দেশ স্বাধীন করতে পারছি। সংখ্যালঘু মানুষ আমাদের নিজেদের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। এইটাও পারবো ইনশাআল্লাহ।’


সর্বশেষ সংবাদ