শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক সেজন্য পাশে দাঁড়িয়েছি: হিরো আলম
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দাবির প্রেক্ষিতে রাস্তায় নেমে সংহতি জানালেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। শুক্রবার (২ আগস্ট) তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি দেশের মানুষের প্রয়োজনে বিভিন্ন সময়ে পাশে ছিলাম। বন্যায় ক্ষতিগ্রস্থদের সাধ্যমতো সহযোগিতা করেছি।
হিরো আলম বলেন, এখনো শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ ছাত্রদের দাবি যৌক্তিক। তাদের এই দাবি যেন মেনে নেওয়া হয়। আজ মানবতার ফেরিওয়ালারা কোথায়। তাদের তো দেখা যাচ্ছে না। আপনাদের নীরবতার কারণেই আজকে দেশের এই অবস্থা। আমি ছাত্রদের পাশে আছি, জনসাধারণের পাশে আছি। ভবিষ্যতেও আমাকে সবাই পাশে পাবেন।
তিনি আরও বলেন, আমি এই আন্দোলনের শুরু থেকেই ছিলাম। ফেসবুক, ইউটিউব ও গান গেয়ে প্রতিবাদ করেছি।
ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। চলতি বছর ভারতের সিনেমাতেও কাজ করেছেন আলম। এ ছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।