শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম
বিএফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে শিল্পী সমিতির সব ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন সাংবাদিকরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে গণমাধ্যমকর্মীদের একটি প্রতিনিধিদল চলচ্চিত্র সমিতির কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন।
এ বিষয়ে কমিটির সভাপতি মিশা সওদাগর জানান, আগামীকাল সকাল থেকে আলটিমেটামটি কার্যকর হবে। একই সঙ্গে আগামীকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে শিল্পী সমিতি। এ ঘটনায় যে কর্মীদের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ভার বহন করবেন তারা। দিবেন তারা।
এর আগে আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই সাংবাদিকদের ওপরে হামলা চালানো হয়। এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন এবং বাংলাভিশন ও চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ ১০ জনের অধিক সংবাদকর্মী ও ইউটিউবার আহত হন।