০৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫

নির্বাচন বর্জন করলেন হি‌রো আলম

নির্বাচন বর্জন করলেন হি‌রো আলম
হি‌রো আলম  © সংগৃহীত

নানা অনিয়মের অভি‌যোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আশরাফুল হো‌সেন আলম ওর‌ফে হি‌রো আলম। তি‌নি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আস‌নে বাংলা‌দেশ কং‌গ্রেসের হ‌য়ে ডাব প্রতীক নি‌য়ে নির্বাচনে অংশ নি‌য়ে‌ছি‌লেন।

আজ রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পে‌জে ‌এ বিষ‌য়ে এক‌টি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয় ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’

পরে আর ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ নির্বাচন বর্জনের বিষয়টি গণমাধ্যেকে নিশ্চিত করেছেন।

বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।