২৯ ডিসেম্বর ২০২৩, ২৩:১৮
মাহতিম সাকিবের ‘ও সাথী’ গানের মডেল হলেন আজিজ-ঝিনুক
নতুন বছর উপলক্ষ্যে নতুন গান নিয়ে হাজির হলেন মাহতিম সাকিব। রোমান্টিক গানটির নাম রাখা হয়েছে ‘ও সাথী’। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তারকা দম্পতি আজিজ ও ঝিনুক। চন্দ্র টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
সিনেমাটিক এই গানটি পরিচালনা করেছেন রাজু আহমেদ। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম এবং সুর ও সংগীত করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান। নববর্ষ উপলক্ষ্যে রোমান্টিক গানটি নিয়ে তরুণ গায়ক মাহতিম সাকিব বলেন, ‘আশা করছি গানটি শ্রোতাদের মন জয় করবে।’
ইতঃপূর্বেও মডেল আজিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভাইজানসহ একাধিক মিউজিক ভিডিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবারের গানটি নিয়েও আজিজ বলেন ‘সাকিবের সিনেমাটিক গানটিতে আমি আর ঝিনুক প্রথম কাজ করেছি। আশা করছি সকলের ভালো লাগবে।’