০৬ নভেম্বর ২০২৩, ০৯:১১

গাজার প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় কনসার্ট

কনসার্টে গাইবে ‘মাকসুদ ও ঢাকা’  © ইন্টারনেট

যুদ্ধবিধ্বস্ত, গণহত্যার শিকার ফিলিস্তিনের জন্য ‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’-এর ব্যানারে এই আয়োজন করেছেন ঢাকার একদল তরুণ। আগামী ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

এ বিষয়ে আয়োজক কমিটির অন্যতম সদস্য আহমেদ হাসান সানি বলেন, কনসার্টে পারফর্ম করার জন্য এখন পর্যন্ত আমরা কনফার্ম করেছি সংগীতশিল্পী মাশা ইসলাম, ব্যান্ড কার্নিভাল, ব্যান্ড বাংলা ফাইভ, র‌্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। এ ছাড়া দেশের জনপ্রিয় অন্তত ১৫টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান পরিবেশন করবেন কনসার্টের টিকিট মূল্যের বিষয়ে সানি বলেন, ‘এটি একটি ফান্ড রাইজিং কনসার্ট। এখানে আমরা মাত্র ৫০০ টাকা মূল্যের টিকিট রেখেছি। এ ছাড়া ৫০০ টাকার ওপরে কেউ যদি ডোনেশন দিতে চান সেই ব্যবস্থায়ও রাখা হয়েছে। প্রতিদিনই আমাদের পারফরমারের লিস্ট বড় হচ্ছে। আশা করছি, সবাই মিলে বড় কিছু করতে পারব।

আয়োজকেরা বলছেন, ব্যান্ড ও শিল্পীরা কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই গাজাবাসীদের জন্য পাঠানো হবে। 

আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইডের মুখপাত্র হিসেবে রয়েছে আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী। কনসার্টের পাশাপাশি আগামী সপ্তাহে ঢাকার অলিগলিতে ‘টু গাজা ফ্রম ঢাকা’ গ্রাফিতি করবেন মোরশেদ মিশু।