০৩ নভেম্বর ২০২৩, ১৪:৪০

স্কুলেও আমাকে ‘কেন্দে দিয়েছি’ বলে ট্রল করে: লুবাবা

সিমরিন লুবাবা  © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখে শিশুশিল্পী সিমরিন লুবাবার একটি বক্তব্য অন্তর্জালে ভাইরাল হয়েছে। যেখানে সমালোচনা করা হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতির পর ডিপ্রেশনে ভুগছেন সিমরিন লুবাবা।

ট্রল হওয়া প্রসঙ্গে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন লুবাবা। তিনি বলেন, কেন্দে দিয়েছি বলায় অনেক বড় বড় লোকও আমাকে ট্রল করেছে। আমি অবাক হয়েছি ওনাদের আচরণ দেখে।

‘‘মুজিব সিনেমা তো হাসাহাসির কোন সিনেমা না। ওই সিনেমা দেখে কে কাঁদেনি? সিনেমা দেখে আমি ‘কেন্দে দিয়েছি’ বলায় যারা ট্রল করছে এটা তাদের জন্য লজ্জাজনক। এখন স্কুলে গেলেও আমাকে ট্রল করে।”

বিদ্রুপকারীদের নিন্দা জানিয়ে লুবাবা বলেন, কেন্দে দিয়েছি আর কান্না করেছি এর মধ্যে পার্থক্য কী? আমি নাকি পাকনা কথা বলি? আবার বলেন আমি কথা বলতে জানি না! তাহলে আমি যাব কোথায়? এভাবে ভাইরাল করা অহেতুক। আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। আবার বলে আমি নাকি লজিক গার্ল!

আরও পড়ুন: ট্রলের শিকার শিশুশিল্পী লুবাবা, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ

সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। লুবাবা গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন। এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন এ খুদে শিল্পী। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।

লুবাবার মা জেমি বলেন, আমার ছোট মেয়েটাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে ট্রল করা হচ্ছে, তাতে ও কষ্ট পাচ্ছে। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। এমনিতেই ও কিছুদিন পর মিডিয়াকে একদমই বিদায় জানাবে, আর এর মধ্যেই শুরু হয়েছে ট্রল।

তবে মিডিয়াতে কাজ করতে আগ্রহী লুবাবা। তিনি বলেন, আমি মিডিয়াতে কাজ করতে চাই। মিডিয়া ছাড়তে চাই না। আমার দাদাও অভিনেতা ছিলেন। তবে এভাবে ট্রল করবেন না। ভারতের মানুষও আমাকে অনেক সাপোর্ট করে। অথচ বাংলাদেশের কিছু মানুষ সারাদিন ট্রল/মিম নিয়ে পড়ে থাকে।