শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে শুভ
চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে অস্ত্রোপচার করে তার পলিপাস অপসারণ করা হবে বলে তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন।
আরিফিন শুভ বলেন, বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে।
এদিকে, দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পেয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমার মুক্তি ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় কেটেছে এ অভিনেতার।
আরও পড়ুন: মুজিবের বায়োপিক দেখতে নেতাকর্মীদের আহ্বান ছাত্রলীগের
ব্যস্ততার কারণে চিকিৎসায় বিলম্ব হয়েছে উল্লেখ করে শুভ ফেসবুকে বলেছেন, স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।
দেশে মাল্টিপ্লেক্স হলের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন হলগুলোতেও প্রদর্শন হচ্ছে সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল।
এর আগে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়।