ঈশান চরিত্রের অভিনেতা বিস্ময় বালক দর্শিল এখন কোথায়?
মাত্র একটা ছবি বদলে দিয়েছিল জীবন। ‘তারে জমিন পর’ ছবিতে ডিজলেক্সিয়া আক্রান্ত ঈশান অবস্তির চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইমলাইটে চলে আসেন দর্শিল সাফারি। ‘তারে জমিন পর’-এ অভিনয়ের সময় দর্শিলের বয়স ছিল মাত্র দশ বছর। ছবিতে আমির খানের মতো অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন দর্শিল।
তবে ২০০৭ সালের এই সিনেমার পর আর আমির আর দর্শিলকে দেখা যায়নি কোনো প্রোজেক্টে। মাত্র ১০ বছর বয়সে দর্শিলের অভিনয় দেখে তাকে নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। তবে যা ভাবা গেছে, ততখানি মসৃণ হয়নি দর্শিলের যাত্রা। যে আমির খান তাকে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন, পরে তিনিই আর কোনো কাজের সুযোগ দেননি তাকে।
এখন দর্শিলের বয়স ২৬ বছর। ‘তারে জমিন পর’ ছবির পর ২০১০-এ ‘বম বম বোলে’। ২০১২-তে আবার তিনি ফিরে আসেন ‘মিডনাইট চিলড্রেন’-এ। ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’তেও পারফর্ম করেছিলেন দর্শিল।
আরও পড়ুন: যেভাবে উপস্থিত বুদ্ধি, কথা বলার দক্ষতা, ম্যাচুরিটি বাড়াবেন
সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তাঁর ‘ক্যাপিটাল এ স্মল’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। তবে ইন্ডাস্ট্রিতে যতখানি প্রতিষ্ঠা আশা করেছিলেন, ততটা প্রতিষ্ঠিত হতে পারেননি তিনি। তার কারণ হিসাবে কোভিডকেই দায়ী করেছেন তিনি।
দর্শিল জানিয়েছেন, বড় পর্দায় কাজের জন্য অনেক পরিচালক, প্রযোজকের সঙ্গে কথাবার্তা এগিয়ে গেলেও কোভিডের কারণে সব কাজ অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যায়।
আমির খানের বিষয়ে জানতে চাইলে দর্শিল বলেন, ‘‘আমাকে অনেকেই বলেন, কেন আমির খানকে ফোন করি না। আসলে এসব বিষয়ে আমি খুব লাজুক। আমি মনে করি, কোনো কাজ হওয়ার থাকলে এমনিই তিনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি মনে করি না, প্রতিষ্ঠিত হতে কারও হাত লাগবে মাথার উপর।’’