২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০২

ছয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বায়োপিক প্রদর্শন বুধবার

‘হাসিনা: এ ডটার’স টেল’  © সংগৃহীত

বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘হাসিনা: এ ডটার’স টেল’। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইউথ সংগঠন ইয়ং বাংলার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়। জানা গেছে  ছয়টি ক্যাম্পাসের প্রতিটিতে একটি করে বিশেষ স্ক্রীনিং হবে ছবিটির। 

এক্ষেত্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে সকাল ৯ টায়,  ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ সকাল ১১.৩০ টায়, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুপুর ২ টায় এবং  ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে বিকাল ৩:৩০ এ প্রদর্শিত হবে বায়োপিকটি। 

উল্লেখ্য, এর আগে দেশ বিদেশের বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে প্রদর্শিত ও প্রশংসিত হয় ছবিটি। ‘হাসিনা: এ ডটার’স টেল’ নামের এ বায়োপিক টি পরিচালনা করেছেন  পিপলু আর খান।