হিমেলের নতুন গান ‘সখী ফুল কুড়াইস না’
শিগগিরই মুক্তি পাচ্ছে শিল্পী হিমেল রনির নতুন মিউজিক ভিডিও ‘সখী ফুল কুড়াইস না। জনপ্রিয় কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের কথা ও ইউসুফ আহমেদ খানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার।
সিলেটের জাফলংয়ের দৃষ্টিনন্দন সব লোকেশনে সম্প্রতি মিউজিক ভিডিওটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা ও শেখ সাদি। ঝুমুর তালের এ গানে ফুটে উঠেছে ফাগুন মাসে এক উৎকণ্ঠী প্রেমিক মনের আবেগ ও চাওয়া। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিশাল আহমেদ।
আরও পড়ুন: মাত্র ১৮ দিনে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
নতুন গান প্রকাশ নিয়ে শিল্পী হিমেল রনি বলেন, ‘ এটি আমার চ্যানেলের প্রথম মৌলিক গান। এর আগে আরো দুটো গান আমি করেছি। তবে মৌলিক গান হিসেবে এটাই প্রথম। গানটি নিয়ে ভীষণ উচ্ছ¡সিত। গানের কথাগুলো খুব সুন্দর। গানটি যে কোনো বয়সী শ্রোতা ও দর্শকের ভালো লাগবে।’
গানের গীতিকার মৃদুল বলেন, ‘মঞ্চ নাটকের জন্য গান লেখা হয়েছে আগে। তবে অডিও ভিজুয়্যালের জন্য এই প্রথম। যেমন সুর কল্পনা করে কথাগুলো লিখেছি, আমার সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দারুণ গেয়েছে হিমেল। আমি এ গানের সাফল্য কামনা করি।’
‘সখী ফুল কুড়াইস না’ শিরোনামের এ গানটি অচিরেই মুক্তি পেতে যাচ্ছে শিল্পী হিমেল রনির নিজস্ব ইউটিউব চ্যানেলে।