২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১

মাত্র ১৮ দিনে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’

‘জাওয়ান’-এ শাহরুখ খান  © সংগৃহীত

একমাত্র অভিনেতা হিসেবে শাহরুখ খানের এক বছরে পরপর দুই সিনেমা বিশ্বব্যাপী ১০০০ কোটি আয় করেছে। শাহরুখের দুই সিনেমার নাম পাঠান এবং জাওয়ান। জাওয়ান ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে মাত্র ১৮ দিনে শুধু হিন্দি ভাষায় ৫০০ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী আয় করেছে ১০০০ কোটি ।   

রবিবার (২৪ সেপ্টেম্বর) মুক্তির মাত্র ১৮ দিনেই এই রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করেছিল ‘পাঠান’। 

ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জাওয়ান’। বিষয়টি নিয়ে বক্স অফিস ও সিনেমা বিশ্লেষক সুমিত কাড়েল বলেছেন, ‘ইতিহাস সৃষ্টি হলো। ১৮ দিন শেষে এর কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। শাহরুখ খানই একমাত্র ভারতীয় তারকা, যিনি মাত্র ৯ মাসের মধ্যে দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন।’

শুধু বৈশ্বিক আয়ে নয়, ভারতের ডমেস্টিক কালেকশনেও বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘জাওয়ান’। যেখানে ‘পাঠান’ ২৮তম দিনে ৫০০ কোটির সীমানা পার করেছিল, ‘জাওয়ান’ সেই রেকর্ড মাত্র ১৮ দিনেই ভেঙে দিয়েছে। ভারতের  বিভিন্ন ভাষায়  ‘জাওয়ান’র কালেকশন ৫৬০ কোটি রুপি।

উল্লেখ্য, ৩০০ কোটি রুপি বাজেটের ‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। দক্ষিণী নির্মাতার সঙ্গে এটিই শাহরুখের প্রথম সিনেমা। এতে তার সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস