০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭

৮৩ বছরে বয়সে বাবা হলেন হলিউডের ‘গডফাদার’ পাচিনো, অতপর...

(বাঁ দিকে) নুর আলফাল্লা। অভিনেতা আল পাচিনো (ডান দিকে)  © সংগৃহীত

৮৩ বছর বয়সে ফের বাবা হয়েছেন হলিউডের ‘গডফাদার’ আল পাচিনো। জীবনের সায়াহ্নে এসে নতুন ইনিংস শুরু করেছেন হলিউড তারকা। ২৯ বছরের বান্ধবী নুর আলফাল্লার কোলে এসেছে আলের চতুর্থ সন্তান। পুত্রের নাম রেখেছেন রোমান পাচিনো। তার বয়স এখন মাত্র মাস তিনেক। নুরের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁর এবং আলের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। নুরকেই কি শেষমেশ বিয়ে করবেন হলিউড তারকা? কৌতূহল জেগেছিল অনুরাগীদের মধ্যে। সে গুড়ে বালি! সন্তানের জন্মের মাত্র তিন মাস পরেই নুরের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন আল।

অস্কারজয়ী এ অভিনেতা বিয়ের পথ মাড়াননি কখনোই। তবে প্রেম করেছেন অনেকের সঙ্গেই। সর্বশেষ প্রেমিকা নুর আলফালাহর সঙ্গে তার বয়সের ফারাক ছিল ৫৪ বছর। সম্প্রতি ছেলের কাস্টডি চেয়ে লস এঞ্জেলসের আদালতে আবেদন করেছেন নুর। তবে প্রয়োজনে যেন ছেলের সঙ্গে পাচিনো দেখা করতে পারেন, সেই খেয়ালও রেখেছেন তিনি। নুর মূলত সন্তানের যৌথ হেফাজতই চেয়েছেন, যাতে বড় হয়ে ওঠার ক্ষেত্রে তার লেখাপড়া ও স্বাস্থ্য সংক্রান্ত খরচ বহন করতে পারেন পাচিনো।

সন্তান জন্মের এক সপ্তাহের মাঝেই ছেলের কাস্টডি চেয়ে আবেদন করেছিলেন নুর। নুর অভিনেতাকে তার আইনি ফি ও মামলা সংক্রান্ত অন্যান্য খরচ বহন করতে বললেও সন্তানের জন্য কোনো নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ করেনি।

সংবাদ সূত্র: দ্য স্টেটসম্যান