০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১

বাংলাদেশে সেন্সর পেল ‘জওয়ান’, সন্ধ্যায় প্রথম শো

জওয়ান সিনেমার একটি দৃশ্যে শাহরুখ খান  © সংগৃহীত

কোনো ধরনের আপত্তি ছাড়াই বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেল শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি দেখে মুক্তির অনুমতি দেয়। বাংলাদেশে জওয়ান মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এখন মুক্তিতে কোনো বাধা নেই। শিগগিরই কাগজটি হাতে পেয়ে যাবে তারা। যদি আজ মুক্তি দিতে চায়, দিতে পারবে। সিনেমাটি দেখলাম। ভালো লেগেছে। ভালো গল্পের সিনেমা।’

এদিকে সিনেমাটি সেন্সর পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাটের কর্ণধার অনন্য মামুন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘জওয়ান আন-কাট সেন্সর। বাংলাদেশে প্রদর্শনে আর কোন বাধা নেই।’

এদিকে ওই পোস্টের সিনেমাটি মুক্তির বিষয়ে এক নেটিজেন জানতে চেয়েছেন। মন্তব্যটির উত্তরে আনন্য মামুন লিখেছেন, ‘৬টা থেকে শো।’ মানে সন্ধ্যায় দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জওয়ান’।

‘জওয়ান’-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। বাবা আর ছেলে। একসঙ্গে নেগেটিভ আর পজিটিভ চরিত্র। এতে শাহরুখে বিপরীতে রয়েছেন নয়নতারা। বিজয় সেতুপতিকেও দেখা যাবে ভিলেনের চরিত্রে। এছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন।