০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে

অভিনেতা আফজাল হোসেন  © ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে শুটিং বাতিল করা হয়েছে।

বিষয়টি সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি নিজের জীবনের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয় এ ওয়েব ফিল্মের শুটিং। সেখানে চারদিন শুটিংয়ের পর দেশে ফেরেন সবাই।

শিহাব শাহীন বলেন, মঙ্গলবার থেকে শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আফজাল হোসেন হঠাৎ ফোনে জানালেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং করা সম্ভব নয়।