২৫ জুলাই ২০২৩, ০৯:০৪

‘কৃষ’র অনুকরণে দোতলা থেকে ঝাঁপ, হাসপাতালে ভর্তি

কৃষ সিনেমায় হৃতিক রোশন  © ফাইল ছবি

সিনেমা অনেককে প্রভাবিত করে। সিনেমার সাথে বাস্তব জীবনেকে মিলিয়ে গুলিয়ে ফেলেন অনেকে। অস্বাভাবিক কাজকে স্বাভাবিক ভাবে সিনেমায় দেখানো হয়। তাতে কি সত্যিই সেটা বাস্তবে করা সম্ভব? কিন্তু এমন একটি অবাস্তব কাজকে বস্তাবে করতে গিয়ে আহতে হয়ে হাসপাতালে ৮ বছরের এক স্কুল ছাত্র।

ভারতের কৃষ সিনেমায় হৃতিক রোশনের স্টান্ট দেখে প্রভাবিত হয় কান পুরের ৮ বছরের এক শিশু। সে কৃষ ছবির কায়দায় স্টান্ট দেখাতে গিয়ে গুরুতর আহত হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, কানপুরের একটি স্কুলের দোতলার ছাদ থেকে কৃষ সেজে ঝাঁপ দেয় শিশুটি। তবে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে সে হাসপাতালে ভর্তি।

ওই স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এমনিতেই এই শিক্ষার্থী খুবই ডানপিটে। আমরা জেনেছি বাচ্চাটি তার মায়ের কাছে বহুদিন ধরেই কৃষ হওয়ার জন্য বায়না করত। তবে হঠাৎ করে স্কুলের ছাদ থেকে লাফ দেবে তা বুঝতে পারেননি।

আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে ওই শিক্ষার্থী। তার হাত ও পায়ে গুরুতর চোট রয়েছে। স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা এই ঘটনায় যাতে প্রভাবিত না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।