নিজের নামে কোরবানির গরু, যা বলছেন হিরো আলম
কোরবানির ঈদে বড় বড় গরু হাটে তোলা হয়। এসব গরুর নামও রাখা হয়। যার মধ্যে সিনেমার নায়ক-খলনায়কদের নামেও গরুর নাম রাখতে দেখা যায়। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামেও গরুর নাম রাখা হচ্ছে কয়েক বছর ধরে।
এ নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। তার এ নামকরন নিয়ে কোনো আক্ষেপ নেই। যারা এমন নাম দেন, তারা তাকে ভালোবেসেই দেন বলে তিনি মনে করেন।
ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে হিরো আলম বলেছেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে। যারা বিক্রি করে; হিরো আলম নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে। কেউ হয়তো ভালোবেসে বা শখ করেও এ নাম রাখে।
তিনি বলেন, গরুর নাম হিরো আলম এ ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। আমি এ নিয়ে মন খারাপ করি না। তারা ভালোবেসে আমার নামে গরুর নাম রাখে।
হিরো আলম বলেন, যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সব মিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।