০২ মে ২০২৩, ১৫:৫৮

‘হ্যাঁ, আমি বিয়ে করেছি’— সালমান মুক্তাদির

‘হ্যাঁ, আমি বিয়ে করেছি’— সালমান মুক্তাদির
সালমান ও তার স্ত্রী দিশা ইসলাম  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।

স্ত্রীর ছবি প্রকাশ করলেও নাম, পরিচয়—কিছুই জানাননি সালমান। বিষয়টি সম্পর্কে জানতে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে সালমান মুক্তাদিরের সাথে যোগাযোগ করা হয়। হোয়াটসঅ্যাপ কলে সালমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি এখন অনেক ব্যস্ত। বাসা গোছাচ্ছি। আমি সত্যি সত্যি বিয়ে করেছি। ঘটনা সত্য।

অনুসন্ধানে জানা গেছে, সালমান মুক্তাদিরের স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাঁকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এসময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

কিছুদিন আগেই এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন। কিন্তু সে কথা রাখলেন না। আয়মানের আগেই বিয়ে করলেন। অথচ সেই আয়মান সাদিক ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আয়মান সাদিক সালমানকে উদ্দেশ করে বলেন, ‘আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখী-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভ কামনা রইল।’