১৩ এপ্রিল ২০২৩, ১৬:৩৪

পরীবাগ মসজিদে তাহসানের বাবার জানাজা, দাফন কাল

পরীবাগ মসজিদে তাহসানের বাবার জানাজা, দাফন কাল  © সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতায় বাবা হারালেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। এর আগে গতকাল হাসপাতাল থেকে ফিরে ভালো বোধ করছিলেন সানাউর রহমান। ইফতারের পরে আবারও অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তার বাবা সানাউর রহমান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তাহসান বলেন, অনেক দিন পর বাবার শারীরিক যে সমস্যা ছিল, সেটার উন্নতি হচ্ছিল। বাবা ভালো হয়ে উঠছিলেন। আশা নিয়ে বাবাকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। হঠাৎ ইফতারের পরে তিনি অসুস্থ অনুভব করেন। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই বাবা নিথর হয়ে পড়েন। পরে হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান পথেই বাবা মারা গিয়েছেন।

আগামীকাল শুক্রবার তাঁর বাবার দাফন সম্পন্ন হবে জানিয়ে তাহসান জানান, তাঁর বড় ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি আগামীকাল সকালে দেশে পৌঁছাবেন। ভাইয়ের জন্য অপেক্ষা করছেন। তারপর বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তাহসান বলেন, বাবা পরিবাগ মসজিদে নামাজ আদায় করতেন, সেখানেই বাদ জুমা প্রথম জানাজা হবে। পরে বাবার লাশ দাফন করা হবে বিক্রমপুরে। সেখানে দ্বিতীয় জানাজা হবে।

সানাউর রহমান খানের জন্ম বিক্রমপুরে; বর্তমান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মুরাপাড়া গ্রাম। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাহসান খানরা দুই ভাই। তাহসান জানান, বিক্রমপুরে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হবে। বাবা–মায়ের পাশেই শায়িত হবেন সানাউর রহমান। বাবার জন্য দোয়া চেয়েছেন তাহসান।