অভিনেত্রী শারমিনের শারীরিক অবস্থার অবনতি

শারমিন আঁখি
শারমিন আঁখি  © ফাইল ফটো

রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নাট্যাভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে আঁখির শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক তাঁকে আইসিইউতেই নেওয়া হয়। এখনো তিনি আইসিইউতে। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হয়েছে। শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে জ্বরও ছিল। 

গত শনিবার মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে প্লাজমা দিতে হয়েছে।

ইমদাদুল হক মিলনের ‘প্রিয় দর্শনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিং করছিলেন আঁখি। আঁখির স্বামী নাট্যনির্মাতা রাহাত কবির সেই সময় শুটিংবাড়িতেই ছিলেন। শুটিংয়ের এক  পর্যায়ে মেকআপ রুমে আগুন লাগে।


সর্বশেষ সংবাদ