নুহাশ হুমায়ূনের ‘মশারি’তে যুক্ত হলেন অস্কারজয়ী পিলে ও রিজ
নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছে। ৯৫তম অস্কারে লড়তে যাচ্ছে এটি। ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান পিল মাঙ্কি প প্রোডাকশনস এবং রিজ তার লেফট হ্যান্ডেড ফিল্ম থেকে ‘মশারি’র নির্বাহী প্রযোজনায় থাকছেন। এর সঙ্গে যুক্ত হতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিতও। আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।
নুহাশ হুমায়ূন খবরটি শেয়ার করে বলেছেন, জীবনটা পরিবর্তন হয়ে গেলো। টিম ‘মশারি’কে ধন্যবাদ ইতিহাস তৈরির জন্য।’
‘মশারি’তে জর্ডান পিল ও রিজ আহমেদ যুক্ত হয়েছেন মাঙ্কি প-এর প্রেসিডেন্ট উইন রোজেনফেল্ড, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানা গিলস এবং লেফট হ্যান্ডেড ফিল্মসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ টেলিভিশন অ্যালি মুরের মাধ্যমে
রোজেনফেল্ড এবং গিলস বলেছেন, ‘মশারি’ একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য, যেটি প্রথম ফ্রেম থেকে আকর্ষণীয়। বেঁচে থাকা, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের সিনেমা এটি। আবার ভয়ংকর সিনেমাও বলা যায়।