শুনানিতে রায় আমার পক্ষে আসবে: জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২১ নভেম্বর) আপিল বিভাগ এ আদেশ দিয়েছেনে। ফলে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জায়েদ খান বলেন, এসব নিয়ে আমি মোটেও বিচলিত নই। আজ আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এখন শুনানি হবে। আমি শুনানি শোনার অপেক্ষায় আছি। বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে।
তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে বিএফডিসি আসব। এই জায়গাতো কারো না। কাজ ছাড়া সেখানে যেতে চাচ্ছি না।
এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে তা স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। আজ হাইকোর্টের রায় স্থগিত রেখেছেন আপিল বিভাগ। এখন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন জায়েদ খান। সেটারই প্রস্তুতি গ্রহণ করছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।