জনগণ চাইলে সংসদ নির্বাচনে অংশ নিতে চাই: মাহি
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কয়েক মাস আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। এরই মধ্যে অন্তঃসত্ত্বার এ সময়েও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।
গত ২৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন তিনি। আগামী দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর থেকেই রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছেন।
রাজনীতিতে সক্রিয় হওয়া ও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে শুক্রবার (৪ নভেম্বর) গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। মাহি জানান, সংসদ নির্বাচন করাটা পরস্থিতির ওপর নির্ভর করে। আগে তো রাজনীতিটা শিখি। আরও একটু বুড়া হই নির্বাচন নিয়ে ভাবব’।
মাহি জানান, এলাকার জনগন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেন। এলাকার প্রতি তা টান রয়েছে। এই টান থেকেই জনগনের জন্য কিছু করতে চাই।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো ও শেখ রাসেল কে স্মরণ করতে এই আয়োজন করা হয়।