০১ অক্টোবর ২০২২, ১৪:৫৭

মাসুদ আর ভালো হলো না

মাসুদ রানা হয়ে যান শাকিব খান  © সংগৃহীত

নৃত্যপরিচালক আজিজ রেজার সঙ্গে ১৯৯৫ সালে পরিচয় হয় নারায়ণগঞ্জে বেড়ে ওঠা মাসুদ রানার। তার মাধ্যমেই এফডিসিতে প্রবেশ করেন তিনি। পরিচিত হন বেশ কয়েকজন চিত্রনির্মাতার সঙ্গে। ওই সময় শাকিল খানের সঙ্গে বিরোধের কারণে নতুন নায়ক খুঁজছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কাকতালীয়ভাবে পেয়ে যান মাসুদ রানাকে। চুক্তিবদ্ধ করেন ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায়। এ সিনেমার শুটিংয়ে মাসুদ রানার নাম বদলে দেন পরিচালক সোহান। মাসুদ রানা হয়ে যান শাকিব খান। 

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন।

ঢাকাই সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন শাকিব। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন। আফতাব খান টুলুর পরিচালনায় শাকিবের প্রথম ছবি ‘সবাইতো সুখী হতে চায়’। ছবিটির শুটিং চলাকালীনই শাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক-প্রযোজকদের মাঝে। এটা ১৯৯৯ সালের কথা। সিনেমা হলে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। ১৯৯৯ সালের ২৮ মে ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায়।

আরও পড়ুন: এখনো অপু-শাকিব-বুবলীর ছবি দেখে ঘুমের ওষুধ খান রাত্রী

মিডিয়া প্রাঙ্গণে এখন আলোচনা চিত্রনায়ক শাকিব খানের তিন সন্তানকে নিয়ে। অনেকের মতে, চিত্রনায়িকা বুবলীর কোলজুড়ে আসে নায়ক শাকিব খানের তৃতীয় পুত্র শেহজাদ খান বীর। তার দ্বিতীয় পুত্র আব্রাহাম। যার মা চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর প্রথম সন্তান রাহুল খান আরেক নারীর গর্ভে জন্ম নেয় বলে জানা গেছে। সেই নারীর নাম রাত্রি।

সস্প্রতি শাকিব-বুবলীর সন্তান প্রকাশ্যে আসায় আবারো সরব হয়েছে শাকিব-রাত্রীর পুরোনো গল্প। বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখা গেছে রাত্রী নামের ওই নারীকে। তার একটাই চাওয়া তিনি শাকিবকে ভালোবাসেন তিনি চান শাকিব ভালো থাকুক। রাত্রী বলেন, আমি খুব কষ্টে আছি। তবু চাই শাকিব ভালো থাকুক। আমার ছেলেটা একদম শাকিবের মতো হয়েছে। আমি এখন যখন এই অপু, বুবলীর সাথে শাকিবকে দেখি তখন কষ্টে রাতে ঘুমাতে পারি না। প্রায় রাতে ঘুমের ট্যাবলেট খাই। আমি অন্য কোনো নেশা করি না, তবে শাকিবের এসব দেখে আমার ঘুমের ট্যাবলেট খেতে হয়।

জানা যায়, শাকিব খান ও রাত্রী  এক সাথে ছিলেন ২০০৮-৯ সালের দিকে। সেই রাত্রির গর্ভে প্রথম সন্তান জন্ম নিলেও অভিযোগ রয়েছে শাকিব তাদের দেখভালের দায়িত্ব নেননি। 

বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিবেদনে বলা হয়, সবার কাছে তিনি শাকিব খান হলেও, রাত্রির কাছে তিনি মাসুদ রানা। সাধারণ মাসুদ রানা যখন শাকিব খান হয়ে ওঠেনি তখন রাত্রি নামের সেই তরুণীর প্রথম ভালোবাসা ছিলেন তিনি। তারকা খ্যাতির শীর্ষে ওঠার যাত্রায় শাকিব খান অস্বীকার করেন রাত্রিকে।